সুয়েজখাল কাটা হয় ইউরােপ থেকে এশিয়ার বা ভারতের কোন বন্দরে আসার সময় ও দূরত্ব সংক্ষেপ করার জন্য । এই খাল লােহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে । এই খাল কাটার ফলে ইংল্যান্ড থেকে বােম্বাই বন্দরের দূরত্ব কমে গেছে প্রায় ৮ হাজার কিলােমিটার ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।