3.2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাত্সী জার্মানী জার্মান ও ইউরােপীয় বিজিত সমস্ত দেশে ইহুদী বংশের মানুষের । উপর নিদারুণ নির্যাতন চালায় । কনসেনট্রেসান ক্যাম্প বা মৃত্যু শিবিরে নির্মমভাবে প্রায় ষাটলক্ষ ইহুদীকে বর্বর নাৎসীরা হত্যা করে । ইহুদীরা যুদ্ধশেষে তাদের আদি জন্মভূমি জেরুজালেম এলাকায় ইহুদী রাজ্য স্থাপনের দাবী জানায় । রাষ্ট্রসংঘের ব্যবস্থায় ১৯৪৮ সালে তাই নতুন ইহুদী রাষ্ট্র ইজরায়েলের জন্ম হয় ।