কোন নির্দিষ্ট ভরৈর পদার্থের সঙ্গে অন্য কোন সম ভরের বা ওজনের পদার্থের অনুপাতকে তার আপেক্ষিক গুরুত্ব বলা হয় । তরল ও কঠিন পদার্থের ক্ষেত্রে জল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বায়ু বা হাইড্রোজেনকে ভিত্তি ধরা হয় ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।