অ্যাজবেস্টস একটি খনিজ পদার্থ । এ ম্যাগনেসিয়ামের একটি সিলিকেট | অ্যাজবেস্টস কিছুটা তন্তুর আকারে পাওয়া যায় । রাশিয়া, হাঙ্গারি, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশে অ্যাজবেস্টস পাওয়া যায় । অ্যাজবেস্টস বিদ্যুৎ অপরিবাহী ও অদাহ্য পদার্থ । এই জন্যই বৈদ্যুতিক যন্ত্র, ঘরবাড়ির ছাদ ইত্যাদি তৈরিতে অ্যাজবেস্টস ব্যবহৃত হয় ।