আন্তর্জাতিক বিচারালয় হল রাষ্ট্রসঙ্ঘ বা ইউ. এন. ও’র প্রধান বিচারালয় । এটি প্রতিষ্ঠা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালের ১৮ এপ্রিল । এর প্রধান কার্যালয় হল, নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহরে । এই আদালতের বিচার্য বিষয় হল দুটি বা তার চেয়ে বেশি রাষ্ট্রগুলির মধ্যে সম্পাদিত চুক্তির ব্যাখ্যা দান । আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা ইত্যাদি । এই বিচারালয়ের ১৫ জন বিচারক নিয়ােগ করে রাষ্ট্রসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদ ।