আর্কেওপটেরিক্স একটি ফসিলাকৃতি প্রাপ্ত পাখি । লক্ষ কোটি বছর আগে এর অস্তিত্ব ছিল । প্রথম ফসিল পাওয়া যায় ব্যাভেরিয়ায় ১৮৬১ সালে । এই ফসিল থেকে সরীসৃপ ও পাখির বিবর্তনের বিষয় জানা যায় । এই পাখির চোয়াল, দাঁত ও পালক থাকলেও ঠোট ছিল না ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।