বাংলা তথা ভারতের বিপ্লবী সন্তান সুভাষচন্দ্র বসু জাপানে আজাদ হিন্দ ফৌজ নামে এক জাতীয় সেনাবাহিনী গঠনের পর তার সর্বাধিনায়ক হন । আজাদ হিন্দ বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের কোহিমায় জাতীয় পতাকা উত্তোলন করে, ও পরে আত্মসমর্পণে বাধ্য হয় । আজাদ হিন্দ ফৌজই ভারতের প্রথম জাতীয় সেনাবাহিনী ।