উত্তর আমেরিকার মেক্সিকো রাজ্যে সুপ্রাচীন এক সভ্যতা এক সময়ে গড়ে উঠেছিল । এর নাম অ্যাজটেক সভ্যতা । বহু প্রাচীন কালে অ্যাজটেকরা মেক্সিকোয় এসে বসতি গড়ে তােলে । ১৫২১ খ্রীষ্টাব্দে স্পেনীয়দের আক্রমণে অ্যাজটেক সভ্যতা ধ্বংস হয়ে যায় । মেক্সিকোতে এখনও বহু অ্যাজটেক সংস্কৃতির নিদর্শন আছে ।