আধুনিক মানুষ বিবর্তনের বহু যুগ অতিক্রম করে বর্তমানে পৌঁছেছে । ডারউইনের তত্ত্ব অনুযায়ী মানুষ বানরেরই উত্তরসূরী । প্রথম আবির্ভাবের পর মানুষের পূর্বপুরুষের নাম ছিল প্রাইমেটস । এরা ছিল বৃক্ষবাসী । পরে প্রাইমেটসদের কিছু অংশ মাটিতে দুপায়ে ভর দিয়ে চলতে শেখে । এই প্রথম স্তরের নাম অস্ট্রেলােপিথেসিন । অস্ট্রেলােপিথেসিনের দুটি ভাগ — একটির অস্ট্রেলােপিথেকাস । বিবর্তনের ফলে অস্ট্রেলােপিথেকাস থেকে মানুষের আবির্ভাব ঘটে ।