অন্তঃস্রাবী গ্রন্থি হল রক্তে রসক্ষরণকারী গ্রন্থি । ক্ষরিত হওয়া এই রসের রাসায়নিক নাম হল হরমােন । মানব শরীরে বেশ কিছু অন্তঃস্রাবী গ্রন্থি থাকে । মস্তিষ্কে থাকা পিটুইটারি গ্রন্থি আর পিনিয়াল, গলায় শ্বাসনালীর কাছে থাইরয়েড ইত্যাদি এর উদাহরণ ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।