খ্রীষ্টপূর্ব ৭৭৬ অব্দে প্রাচীন গ্রীসের অলিম্পিয়ায় অনুষ্ঠিত খেলাধুলাের নাম অলিম্পিক ক্রীড়া । ১৮৯২ সালে, ফ্রান্সের ব্যারন পিয়ের দ্য কুবার্তিন আবার এই খেলার অনুষ্ঠান শুরু করার চেষ্টা চালান । এর ফলে ১৮৯৬ সাল থেকে জন্ম নেয় আধুনিক কালের অলিম্পিক অনুষ্ঠান । খেলার অনুষ্ঠান হয় চার বছর অন্তর । এক এক বার এক এক দেশ হয় এর আয়ােজক । বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে বন্ধ থাকে ।