ফসিল প্রাগৈতিহাসিক বা প্রাচীন শিলিভূত প্রাণের ইতিহাস । এই কারণে ফসিল নিয়ে পরীক্ষা বা গবেষণার মাধ্যমে প্রাচীন প্রাণের বিকাশের নানা বিষয় জানা সম্ভবপর হয় । বিবর্তন সম্বন্ধেও ফসিল থেকে বহু বিষয় জানা যায় । এই সব কারণেই ফসিল গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ।