সােডিয়াম জলের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় সােডিয়াম হাইড্রক্সাইড তৈরি করে ও ফসফরাস বাতাসের অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে । এই কারণে সােডিয়াম কেরােসিনে ও ফসফরাসকে জলে ভিজিয়ে রাখা হয় । ফসফরাস জলের সঙ্গে বিক্রিয়া করে না ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।