লােহায় মরিচা ধরলে ওজন বেড়ে যায় কারণ মরিচা হল লােহার অক্সাইড । জলীয় বাষ্পের অক্সিজেনের সঙ্গে ক্রিয়ায় লােহা ফেরিক অক্সাইডে পরিণত হয় । যে পরিমাণ অক্সিজেন লােহার সঙ্গে মিলিত হয় লােহার ওজন ততটাই বৃদ্ধি পায় ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।