কোন লােহার পেরেক জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে, কারণ লােহা যে পারদ অপসারণ করে তার ওজন ও ঘনত্ব ঢের বেশি । পারদের ঘনত্ব প্রতি ঘন সে.মি.তে ১৩.৬ গ্রাম ও লােহার ৭.৬ গ্রাম । জলের ঘনত্ব মাত্র প্রতি ঘন সে.মি.তে ১ গ্রাম । এ ছাড়াও জলের উর্ধ্বচাপ খুবই কম তাই লােহার পেরেক ডুবে যায় ।