বদ্ধ জলেই সাধারণত মশা ডিম পাড়ে । মশার লার্ভা এই জলে লালিত হয় ও শ্বাসগ্রহণের উদ্দেশ্যে লার্ভাকে জলের উপরে উঠতে হয় । কেরােসিন ওই জলের উপর একটা পাতলা সর বিছিয়ে দেয় আর তার ফলে লার্ভার পক্ষে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে ও সব লার্ভাই মারা পড়ে, ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার বংশবৃদ্ধি ঘটে না ।