পচা জল থাকে এমন জলাশয় বা পুকুর ইত্যাদির পচা জল থেকে মার্স গ্যাস ' নামে এক ধরনের দাহ্য গ্যাস বেরিয়ে আসার পর বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে । একেই আলেয়া বলে । মার্স গ্যাসের অন্য নাম মিথেন । এছাড়াও থাকে ফসফরাস জাতীয় পদার্থ । মিথেন ও ফসফরাস মিলিতভাবে জ্বলে ওঠে ।