পিঁপড়ে বা বােলতা কামড়ালে জ্বালা করে কারণ পিঁপড়ে বা বােলতার লালায় এক ধরনের অ্যাসিড থাকে বলে । এই অ্যাসিড ত্বকের সংস্পর্শে এসে প্রতিক্রিয়া ঘটায় তাই জ্বালা করে । এই অ্যাসিড হল ফরমিক অ্যাসিড । এটি একটি জৈব অ্যাসিড ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।