প্রাগৈতিহাসিক ডাইনােসর জাতীয় প্রাণীদের লুপ্ত হওয়ার কারণের নানা ব্যাখ্যা আছে । প্রাকৃতিক বিপর্যয়, খাদ্যাভাব ইত্যাদি এর কারণ হওয়া সম্ভব । বিজ্ঞানীদের সবচেয়ে গ্রহণযােগ্য মত হল আবহাওয়া শীতল হয়ে পড়ায় ঠাণ্ডা রক্তের ডাইনােসররা এর সঙ্গে মানিয়ে নিতে পারায় তারা লুপ্ত হয়ে যায় ।