মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকালে ঝকমকে তারা খসে পড়তে বা ছুটে যেতে দেখা যায় । ব্যাপারটা কিন্তু তারা খসে পড়া মােটেই নয়, এগুলাে হল উল্কা । জ্বলন্ত উল্কাই এই ভাবে ছিটকে পড়ে আর অনেক সময়েই পৃথিবীতে পড়ার আগেই পুড়ে ছাই হয়ে যায় ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।