মেঘ অত্যন্ত হালকা তাই হাওয়ায় ভেসে চলে । হাওয়ার বেগ যেদিকে থাকে মেঘও সেই দিকে ওড়ে । গ্রীষ্মকালে বাতাস দক্ষিণ থেকে বয়ে যায় বলে মেঘকে উত্তরে ভেসে যেতে দেখা যায় আর শীতকালে উত্তর থেকে বাতাস বয় বলে মেঘ দক্ষিণে উড়ে যায় ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।