কোন কোন গাছের ছাল বা বাকল থেকে দুধের মতো সাদা রস বের হয়। এর সাধারণ নাম ল্যাটেক্স। রাবার গাছ থেকে এ ধরনের সাদা রস সংগ্রহ করা হয়। ল্যাটেক্স বলতে সাধারণত রাবারের রসকেই বোঝানো হয়। এই রস থেকে রাবার তৈরি করা হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।