সঠিক উত্তর হচ্ছে: পরিশ্রম কাতর
ব্যাখ্যা: চিনির পুতুল বাগধারাটির অর্থ পরিশ্রম কাতর বা অল্পতেই হাপিয়ে পড়ে এমন।
অকালকুষ্মাণ্ড অর্থ অকর্মন্য, অকেজো লোক।
গোফ খেজুরে অর্থ অলস ব্যাক্তি।
কলুর বলদ অর্থ যে নির্বিকারে পরিশ্রম করতে পারে।
[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]