সঠিক উত্তর হচ্ছে: আগ্নেয়
ব্যাখ্যা: আগ্নেয়গিরি থেকে উদগরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত তৈরি হয়। ইতালির ভিসিভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা আগ্নেয় পর্বতের উদাহরণ। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস ভঙ্গিল পর্বতের উদাহরণ।জার্মানির ব্ল্যাক ফরেস্ট,পাকিস্তানের লবণ পর্বত চ্যূতি-স্তুপ পর্বতের উদাহরণ। আমেরিকার হেনরী পর্বত ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। \n[সূত্রঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ]