সঠিক উত্তর হচ্ছে: তুরস্ক
ব্যাখ্যা: ইউরোপে শরাণার্থীর ঢল ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ও তুরস্কের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। ২৯/১১/২০১৫ তারিখ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু এ সংক্রান্ত একটি চুক্তি করেছেন। বর্তমানে তুরস্কে অবস্থান করা ২২ লাখ সিরীয় শরণার্থীর জীবনযাত্রা মান উন্নয়নের জন্য ইইউ তুরস্ককে তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দেবে। যাতে ওই সব শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পেরিয়ে গ্রিস হয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা না করে।