সঠিক উত্তর হচ্ছে: বাসেল কনভেনশন
ব্যাখ্যা: বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি হলো বাসেল কনভেনশন। এটি ১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৯২ সালের ৫ মে। কার্টাগোনা প্রোটোকল (২৯ জুন ২০০০) হল জৈব নিরাপত্তা বিষয়ক, মন্ট্রিয়াল প্রোটোকল (১৯৮৭) হল ওজন স্তর বিনষ্টকারী গ্যাসের নিঃসরণ হ্রাসকরণ বিষয়ক এবং কিয়োটো প্রোটোকল (১১ ডিসেম্বর ১৯৯৭) হল গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ হ্রাসকরণ বিষয়ক। [Source - UNEP Website]