সঠিক উত্তর হচ্ছে: ফোরাত
ব্যাখ্যা: দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী ইউফ্রেটিস। এর আরেক নাম ফোরাত। \nএই নদী এবং (ইউফ্রেটিস নদী ও টাইগ্রিস নদী) অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলোও এখানে বিকাশ লাভ করেছে।\nতথ্যসূত্রঃ বিশ্বসভ্যতা,শাহনেওয়াজ স্যার!