উপ-ক্রান্তীয় অঞ্চল হচ্ছে একটি ভৌগোলিক ও জলবায়ু অঞ্চল, যা ক্রান্তীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে অবস্থিত। ভৌগোলিকভাবে এরা উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চলের অংশ, যারা ২৩°২৬′১১.৩″ অক্ষাংশ জুড়ে বিস্তৃত ও উত্তর এবং দক্ষিণ গোলার্ধে আনুমানিক প্রায় ৩৫° নিয়ে গঠিত।