যখন কোন প্রাণী ভিন্ন ভিন্ন দুটি শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে তখন তাদেরকে সংযোগকারী প্রাণী বলা হয়। প্লাটিপাসের দেহ লোমাবৃত ও বাচ্চাকে দুধ পান করায় যা স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য। অাবার, প্লাটিপাস সরীসৃপের মতো কুসুমযু্ক্ত ডিম পাড়ে এবং তাদের বুক অস্থিচক্র T অক্ষরের মতো। সরীসৃপ জাতীয় প্রাণী ধীরে ধীরে পরিবর্তিত হয়ে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হওয়ার এটি একটি প্রমাণ। তাই প্লাটিপাসকে সংযোগকারী প্রাণী বলা হয়