হাইড্রা র দেহেও এই ধরনের স্টেম সেল বর্তমান, যা থেকে নতুন কোষ তথা নতুন প্রাণীর জন্ম হতে পারে। এই স্টেম সেল সাধারণত বিনষ্ট হয় না এবং এগুলি দ্রুত গতিতে বিভাজন হওয়ার ক্ষমতা রাখে।ফলস্বরূপ, হাইড্রা র দেহের কোনো কোষ ই সেই অর্থে বিনষ্ট হয় না, বরং পুনর্জীবন লাভ করে। তাই এদের অমর বলা হয়ে থাকে।