ভূ-অভ্যন্তর প্রচণ্ড উত্তাপে গলিত অবস্থায় আছে। এই গলিত পদার্থের মধ্যে যে পরিচলন তাপস্রোতের সৃষ্টি হয়, তা থেকে ভূ - অভ্যন্তরে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এর ফলে ভূত্বকে আলোড়ন ঘটে, একেই ভূ- আলোড়ন বলা হয়
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।