কম্পিউটার চিপ অর্থ্যাৎ CPU বা প্রসেসর, যার পূর্ণরুপ হলো Central Processing Unit যাকে একটি কম্পিউটারের ব্রেইন বলা হয়। কম্পিউটারের যাবতীয় প্রসেসিং এর কাজ CPU করে থাকে। এই চিপটি কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য আগে চলুন দেখি একটি কম্পিউটার চিপের মধ্যে কী থাকে ? একটি চিপের মূলে রয়েছে ট্রানজিস্টর।