সঠিক উত্তর হচ্ছে: ভূটান
ব্যাখ্যা: ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতান্ত্রিক দেশ। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় ‘দ্রুক ইয়ুল\' বা \'বজ্র ড্রাগনের দেশ\' নামে ডাকে। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ \'ভূ-উত্থান\' থেকে যার অর্থ ‘উঁচু ভূমি\'। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু।