সঠিক উত্তর হচ্ছে: হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা: নক্ষত্রের রাত\' হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আমার আছে জল, ফেরা, প্রিয়তমেষু, সাজঘর, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়, গৌরীপুর জংশন, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, কোথাও কেউ নেই, বৃষ্টিবিলাস, কে কথা কয়?, বাদশাহ নামদার, মেঘের উপর বাড়ি ইত্যাদি। উৎস: Hello BCS লেকচার।