সঠিক উত্তর হচ্ছে: ৩৫
ব্যাখ্যা: একটি দশভূজ ১০টি পার্শ্বরেখা দ্বারা গঠিত। সুতরাং ক্ষেত্রটির ১০টি কৌণিক বিন্দু আছে।
এই ১০টি বিন্দুর যে কোন ২টি বিন্দু নিয়ে একটি রেখা গঠিত হয় এবং রেখাগুলা ১০c২ ভাবে গঠিত হতে পারে।
∴ নির্ণেয় রেখার সংখ্যা = ১০c২ = ১০.৯/১.২ = ৪৫।
কিন্তু এ রেখাগুলোর মধ্যে ১০টি রেখা কর্ণ নয়। কারণ তারা ক্ষেত্রের পার্শ্বরেখা।
∴ নির্ণেয় কর্ণের সংখ্যা = ৪৫-১০ = ৩৫।