সঠিক উত্তর হচ্ছে: কল্লোল
ব্যাখ্যা: পল্লীকবি জসিমউদ্দীনের বিখ্যাত কবিতা \'কবর\'। এই কবিতাটি প্রথম \'কল্লোল\' পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি কবির \'রাখালী\' কাব্যগ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই কবিতার উল্লেখযোগ্য দুটি চরণ— আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়।\'