নিচের অপশন গুলা দেখুন
- স্বচ্ছ
- ষষ্ঠ
- সম্মান
- মনোযোগ
সন্ধি সাধারণত তিন প্রকারের হয়।
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসন্ধি।
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্যকরা যায়:
১. বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন।
২. বিসর্গ \'ও\' হয়ে যায়: মনঃ + যোগ = মনোযোগ, তিরঃ + ধান = তিরোধান।
৩. বিসর্গ \'র\' হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।