সঠিক উত্তর হচ্ছে: পরোক্ষ কর
ব্যাখ্যা: মূল্য সংযোজন কর বা ভ্যাট এক ধরনের পরোক্ষ কর।যে করের করঘাত এক ব্যক্তির ওপর এবং করপাত অন্য ব্যক্তির ওপর পড়ে তাকে পরোক্ষ কর বলে।করঘাত বলতে বুঝাই করের প্রাথমিক বোঝা বা আঘাত এবং করপাত বলতে বুঝাই চুড়ান্ত ভার কে।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান তত্ত্ব ও বিশ্লেষণ মোঃ আরিফুল ইসলাম ]