সঠিক উত্তর হচ্ছে: নুরুল মোমেন
ব্যাখ্যা: আলোছায়া, রূপান্তর, নেমেসিস, হিংটিং ছট, নয়া খান্দান, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি নাটকের রচয়িতা নুরুল মোমেন৷ কালসন্ধ্যা, মায়ামালঞ্চ এবং তপস্বী ও তরঙ্গিনী হলো বুদ্ধদেব বসুর রচিত নাটক। আনোয়ার পাশা, কামাল পাশা, কাফেলা নাটক রচনা করেন ইব্রাহিম খাঁ। সুবচন নির্বাসনে, এখন দুঃসময় প্রভৃতি নাটকের রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)