নিচের অপশন গুলা দেখুন
- ভারত
- চীন
- ব্রাজিল
- রাশিয়া
➣ ব্রিকস-এর প্রথম ও পূর্ণাঙ্গ সম্মেলন হয় ১৬ জুন, ২০০৯ সালে ইয়েতিরিনবার্গ, রাশিয়া। এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে সদস্য করার ব্যাপারে একমত হয় এবং সংগঠনের পূনর্গঠন সম্পন্ন হয়ে তা BRICS নামে পরিচিত হয়।
➣ ২০১২ সালে ব্রিকসের চতুর্থ শীর্ষ সম্মেলনে (নয়া দিল্লী, ভারত) ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করা হয় এবং ২০১৪ সালের ষষ্ঠ সম্মেলনে (ফোর্টালেজা, ব্রাজিল) “The New Development Bank” নামে একটি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটি - Fortaleza Declaration নামে পরিচিত।
Source: HelloBCS content (upcoming)