সঠিক উত্তর হচ্ছে: সাত সাগরের মাঝি
ব্যাখ্যা: ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। এটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে। এতে ১৯টি কবিতা রয়েছে। নৌফেল ও হাতেম তাঁর রচিত কাব্যনাট্য। মুহূর্তের কবিতা তাঁর রচিত সনেট সংকলন এবং হাতেম তায়ী কাহিনীকাব্য। উৎস: Hello BCS লেকচার।