সঠিক উত্তর হচ্ছে: স্মৃতিকথা
ব্যাখ্যা: রাজবন্দীর রোজনামচা (১৯৬২) তাঁর স্মৃতিকথা ও পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬) তাঁর ভ্রমণবৃত্তান্ত। সংশপ্তক (১৯৬৫), কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত) তাঁর অন্যান্য উপন্যাস।-বাংলাপিডিয়া