নিচের অপশন গুলা দেখুন
- নাম ধাতু
- প্রযোজক ধাতু
- কর্মবাচ্যের ধাতু
- সংযোগ্মুলোক ধাতু
কর্মবাচ্যের ধাতুঃ
মৌলিক ধাতুর সাথে \'আ\' প্রত্যয় যোগে কর্ম্বাচ্যের ধাতু সাধিত হয়।
এটি বাক্য মধ্যস্ত কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু।
যেমনঃ দেখ্ + আ = দেখা;কাজটি ভালো দেখায় না।
হার্ + আ = হারা; যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটায় চোর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।