সঠিক উত্তর হচ্ছে: চর্যাপদ
ব্যাখ্যা: এটি ভুসুকুপা রচিত ৬নং পদের উল্লেখযোগ্য পঙ্কতি। তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ লেখক (৮টি)। উল্লেখ্য, উক্ত পদটির অর্থ হলো নিজের মাংসের জন্যই হরিণ নিজের শত্রু\'। [ তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]