সঠিক উত্তর হচ্ছে: নেপাল
ব্যাখ্যা: নেপালের সঙ্গে বাংলাদেশের যে কোনো ধরনের বিনিয়োগ কিংবা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশই কর কর্তন করে। দ্বৈত কর ব্যবস্থার কারণে বিনিয়োগ নিরুত্সাহিত হয়। এই লক্ষ্যে নেপালের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি করেছে বাংলাদেশ। দ্বৈত কর পরিহার চুক্তি বাস্তবায়ন হলে একই আয়ের উপর একবার কর কর্তন করা হলে অন্য দেশে আর কর্তন করা হবে না।