সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: স্বর্গ-নরক বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এমন আরো কিছু উদাহরণ এর মধ্যে আছে- দা কুমড়া, অহি নকুল ইত্যাদি। অন্যদিকে বিপরীতার্থক যোগে সমাসের মধ্যে আছে- আয়-ব্যয়, জমা-খরচ, ছোট-বড়, লাভ-লোকসান ইত্যাদি [তথ্যসূত্র ঃভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা -সৌমিত্র শেখর]