সঠিক উত্তর হচ্ছে: ‘এ’ বিভক্তি
ব্যাখ্যা: সাধারণত ক্রিয়ার স্থান, কাল ,ভাব বোঝাতে -এ, -তে, -য়, -য়ে, ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।কখনো কখনো বাক্যের সঙ্গেও এসব বিভক্তি বসে।যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে -\'এ\' বা \'এর\' বিভক্তি যুক্ত হয়।যেমন - এ বিভক্তি: সকালে, দিনাজপুরে, ই-মেইলে, তিলে ইত্যাদি। এর বিভক্তি: বলের, শব্দের, নজরুলের, সাতাশের ইত্যাদি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]