সঠিক উত্তর হচ্ছে: ১৯৬
ব্যাখ্যা: বিভিন্ন দেশ ও পরিবেশ এজেন্সিগুলো কীভাবে কাজ করবে তার পদ্ধতি নির্ধারণ করার জন্য ১৯৯২ সালে UNFCCC গঠিত হয়। সংস্থাটি প্রতিবছর পরিবেশ বিষয়ক বার্ষিক সম্মেলন Conference of Parties বা COP - এর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে কপ ২১ অনুষ্ঠিত হয়। যেখানে জাতিসংঘের ১৯৩ টি সদস্য দেশ ছাড়াও দুটি অঞ্চল \'নিউ\' ও কুক আইল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৯৬ টি জাতি অংশগ্রহণ করেছিল। ১৯৯৫ সালের কপ - ১ এবং ২০১৮ সালের সর্বশেষ কপ - ২৪ অনুষ্ঠিত হয় যথাক্রমে জার্মানির বার্লিন ও পোল্যান্ডের কেটুইয়েসে।