সঠিক উত্তর হচ্ছে: ২৬টি
ব্যাখ্যা: বাংলাদেশ সমুদ্রসীমানা বিরোধ নিষ্পত্তির পর তার সমুদ্র ব্লকগুলোকে নতুনভাবে বিন্যস্ত করে ২৬টি ব্লকে ভাগ করে, যার মধ্যে ১১টি অগভীর (পানির গভীরতা ২০০ মিটার পর্যন্ত) এবং ১৫টি গভীর (পানির গভীরতা ২০০ মিটারের বেশি)। মোট ২৬টি ব্লকের মধ্যে বর্তমানে মাত্র ৪টি ব্লক বিদেশি তেল কোম্পানির অধীনে চুক্তিবদ্ধ রয়েছে। বাকি ২২টি ব্লক উন্মুক্ত ও কর্মশূন্য।\n\n[তথ্যসূত্রঃ প্রথম আলো]