নিচের অপশন গুলা দেখুন
- সুশীল সমাজ
- জনগন
- রাষ্ট্রপতি
- সংসদ
আইন বিভাগ বা সংসদের কাছে শাসন বিভাগ যৌথভাবে দায়বদ্ধ এবং জবাবদিহি করতে হয়। আইন বিভাগের কাজ - আইন প্রণয়ন করে; আইন সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করে; সংবিধান প্রণয়ন ও সংশোধন করে; সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে নিয়ন্ত্রন করে; কিছু কিছু নির্বাচনমূলক কাজ করে ইত্যাদি।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।